সাতক্ষীরার যাত্রীরা পাবেন ইউএস-বাংলার মাইক্রোবাস সুবিধা
সাতক্ষীরায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রী চলাচলের জন্য মাইক্রোবাস সেবা চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে যাত্রীদের দুর্ভোগ দূর হবে।
এ উপলক্ষে রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে সাতক্ষীরাবাসীর জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীসেবার বিষয়টি জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের খুলনা কার্যালয়ের সহকারী ম্যানেজার সুজন আহমেদ।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরার অল সিজন ট্রাভেল সাপোর্টের পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন।
সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী বলেন, সাতক্ষীরার বহু মানুষ ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে এত দিন ভোগান্তি পোহাতে হয়েছে। যশোর থেকে টিকিট কাটার পর সাতক্ষীরা থেকে বিকল্প মাধ্যমে যশোর এয়ারপোর্টে পৌঁছাতে হতো। তবে ইউএস-বাংলা গ্রুপের মাইক্রোবাসযোগে যাত্রীদের সাতক্ষীরা থেকে যশোর নিয়ে যাওয়া হবে। এতে দুর্ভোগ দূর হবে। এটি খুব আনন্দের খবর। আশা করি সাতক্ষীরার মানুষ এর সুফল পাবেন।
বিজ্ঞাপন
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির প্রতিনিধি আসাদুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, সাংবাদিক শহিদুল ইসলাম, আব্দুল আলিম, এস এম রেজাউল ইসলাম, মনিরুজ্জামান তুহিন, অ্যাডভোকেট দিলীপ কুমার দে, চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, ম্যাপ বাংলাদেশের পরিচালক টিকেট বিক্রেতা মেহেদী হাসান রনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা।
প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা ভারতীয় ভিসা অফিস ইটাগাছা থেকে মাইক্রোবাস ছেড়ে যাবে ১০টার ফ্লাইটের উদ্দেশে। সন্ধ্যা ৭টার ফ্লাইট ধরার জন্য একই স্থান থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে মাইক্রোবাসটি রওনা হবে যশোর। এছাড়া ঢাকা থেকে যেসব যাত্রীরা ফিরবেন তারা মাইক্রোবাসযোগে সাতক্ষীরা ফিরতে পারবেন। প্রত্যেক যাত্রীর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
আকরামুল ইসলাম/এসপি