বহিষ্কৃত আক্তারুজ্জামানকে ফেরাউন বললেন যুবদল সভাপতি
সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর আক্তারুজ্জামান রঞ্জনের বহিষ্কারকে দল থেকে ‘ফেরাউনের বিদায়’ বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন জেলা যুবদলের সভাপতি মো. খসরুজ্জামান শরীফ (জিএস শরীফ)।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২১ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন জেলা যুবদলে সভাপতি।
বিজ্ঞাপন
পোস্টে তিনি লেখেন ‘আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ বিএনপি থেকে একজন ফেরাউন বিদায় হইল।’
এ বিষয়ে খসরুজ্জামান শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে জানান, কেন্দ্রীয় বিএনপি ভালো একটি সিন্ধান্ত নিয়েছে। একজন পাগলকে দল থেকে বহিষ্কার করেছে। তাই তিনি আনন্দিত হয়ে এমন পোস্ট করেছেন। সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় বিএনপির নেতাদের এবং ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় বিএনপির গঠনতন্ত্রের ৫-এর (গ) ধারা মোতাবেক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আক্তারুজ্জামান রঞ্জনকে বহিষ্কার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান।
বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ১৯৯১ সালে পঞ্চম এবং ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। এ ছাড়া বিগত নির্বাচনসহ অন্য দুটি নির্বাচনে তিনি বিজয়ের হাসি বঞ্চিত হন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মেজর (অব.) আক্তারুজ্জামান এর আগেও এমন সব অভিযোগে দল থেকে চারবার বহিষ্কৃত হন। এরপর আবার দলে ফিরে আসেন।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে তিনি হেরে যান।
এসকে রাসেল/এমএএস