ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়ে ৫৫৩ জনের মৃত্যু হলো। একই সময়ে ২০২টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৮০।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত হয়ে চিকিৎসাধীন যে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

মৃতরা হলেন- ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকার বাসিন্দা রহমত আলী (৬৪), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামিরুনন্নেসা (৪৫) ও একই উপজেলার মনোয়ার (৬০)।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে করোনা শনাক্তের হার দিনে দিনে কমে আসছে। মৃত্যুর সংখ্যা কোনো দিন বাড়ছে আবার কোনো দিন কমছে। তবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মৃত্যু সংখ্যা বেড়েছে।

জহির হোসেন/এসপি