ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে ডিসি-এসপির কাছে স্মারকলিপি
নারায়ণগঞ্জে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বেফাঁস বক্তব্য দেওয়ায় সোনারগাঁ উপজেলার বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলের শাস্তি দাবি করেছেন নেতারা।
বিজ্ঞাপন
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের কার্যলায়ে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে বাবুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
এ সময় আব্দুল হাই বলেন, যারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে আমরা সেটা সহ্য করব না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ডিসি-এসপিকে স্মারকলিপি দিয়েছি।
বিজ্ঞাপন
স্মারকলিপি দেওয়া শেষে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন বলে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত মাহবুবুর রহমান বাবুল বারদীর একটি ধর্মীয় অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পর্কে বেফাঁস বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য ইতোমধ্যে সারাদেশের মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
এ ঘটনার পর বাবুলকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর চিঠি দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আনিসুর রহমান দিপু, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ, মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহানগরের সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ দিপু প্রমুখ।
শেখ-ফরিদ/এমএএস