মার্কেন্টাইল ব্যাংক-পারটেক্স স্টার গ্রুপের চুক্তি
বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও পারটেক্স স্টার গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১২ মার্চ) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং পারটেক্স স্টার গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা কামাল এফসিএ চুক্তিতে সই করেন।
বিজ্ঞাপন
এ চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক অনলাইন ব্যাংকিং সুবিধা এবং মোবাইল ব্যাংকিং সেবা ‘মাইক্যাশ’ এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত পারটেক্স স্টার গ্রুপ কমপ্লেক্স-১ এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সেলস সেন্টারের বিক্রয়লব্ধ অর্থ সংগ্রহের দায়িত্ব পেল।
ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, হাসনে আলম ও মো. মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি ও হেড অব ট্রেজারি ডিভিশন অসীম কুমার সাহা, এসইভিপি ও হেড অব এইচআরডি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এভিপি ও হেড অব মার্কেটিং ডিভিশন তপন জেমস রোজারিও এবং পারটেক্স স্টার গ্রুপের ট্রেজারি ইনচার্জ নাজমুল হোসেন, আইটি অপারেশন লিড আ স ম হুমায়ূন কবির, পারটেক্স ক্যাবলস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এ কে এম আহসানুল হক, বিজনেস কন্ট্রোলার রাকিব আহমেদ, পারটেক্স ফার্নিশার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব বিজনেস শাহ আলম মুনশী, বিজনেস কন্ট্রোলার মুহাম্মদ ইউসুফ আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এসআই/এসএসএইচ