আইন অনুযায়ী নেই পণ্যের সিএম লাইসেন্স। তারপরও বিক্রি করছে স্যানেটারি ট্যাপ ওয়্যার থেকে শুরু করে শ্যাম্পু, স্কিন পাউডার ও লোশন। এ অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) রাজধানীর হাতিরপুল, কলাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান ক‌রে প্রতিষ্ঠান দুটিকে ৯৫ হাজার টাকা জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সংস্থাটি জানায়, ঢাকা মহানগরীর কলাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্যানেটারি ট্যাপ ওয়্যার, শ্যাম্পু, স্কিন পাউডার ও লোশন পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বা ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। পাশাপাশি হাতিরপুল মর্ডান ইলেট্রিক ওয়ার্কসকে ৭০ হাজার টাকা ও ইস্টার্ন প্লাজার আরপি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। অ‌ভিযা‌নে সা‌র্বিক সহ‌যোগিতা ক‌রে ডিএমপি পুলিশ।

অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মো. রাশেদ আল মামুন ও মো. খালেদ হোসেন।

সিএম লাইসেন্স কী

সিএম-এর অর্থ সার্টিফিকেশন মার্কস। ২০১৮ সালের বিএসটিআইয়ের আইন অনুযায়ী, বাধ্যতামূলক পণ্য অথবা স্বেচ্ছাপ্রণোদিত পণ্য উভয় ক্ষেত্রে একজন উৎপাদনকারী, মোড়কজাতকারী অথবা আমদানিকারক বাজারজাত করার উদ্দেশে তাদের পণ্যের বিএসটিআই সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স গ্রহণ করতে হয়।

আইনের ১৫ ধারায় বলা হয়েছে, ‘মার্ক’ অর্থ কোনো ডিভাইস, ব্রান্ড, শিরোনাম, লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যা, সংখ্যাযুক্ত উপাদান বা রংয়ের সমন্বয় এবং উহাদের যে কোনোরূপ সমন্বয়ও উহার অন্তর্ভুক্ত হইবে।

কোনো ব্যক্তি যদি ধারা ১৫, ১৮ বা ১৯ এর কোনো বিধান লঙ্ঘন করেন, তাহলে সেটি একটি অপরাধ। এজন্য ওই ব্যক্তিকে অনধিক দুই বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

এসআই/ওএফ