এবার পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেডের ৩৩ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে শেলটেক সিরামিকস লিমিটেড। বুধবার (১৬মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

এতে বলা হয়, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বাজার মূল্যে শেয়ার কেনার কার্যক্রম শেষ করা হবে। শেলটেক সিরামিকসের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ এবং উদ্যোক্তা পরিচালক তানভির আহমেদ এনভয় টেক্সটাইলের ৩৩ লাখ ৬৪ হাজার ৬৯৫টি শেয়ার ক্রয় করবেন। কুতুবুদ্দিন আহমেদ এবং তানভির আহমেদ এনভয় টেক্সটাইলেরও চেয়ারম্যান এবং ব্যবস্থাপনার পরিচালক। তারা দুজন গতকাল মঙ্গলবার এনভয় টেক্সটাইলের ৪১ লাখ ৪৮ হাজার ৩৩৬টি শেয়ার কেনার ঘোষণা দেন।

এর আগের দিন সোমবারও তিন পরিচালক কোম্পানির ২ কোটি ৭ লাখ ১০ হাজার ২৩০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। এর ফলে কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা তিন দিনে প্রায় তিন কোটি শেয়ার কেনার ঘোষণা দিলেন।

সোমবার ঘোষণা দেওয়া কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের মধ্যে কুতুবউদ্দিন আহমেদ ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬৪টি, উদ্যোক্তা পরিচালক তানভীর আহমেদ ১ কোটি ১৯ লাখ ৫১ হাজার ১০৪টি এবং পরিচালক সুমাইয়া আহমেদ ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬২টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

এমআই/এসকেডি