দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) হচ্ছেন খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

তিনি এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সাধারাণ সম্পাদক।

তাকে ডিএসইর সিআরও পদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে। এখন ডিএসই কতৃপক্ষ চূড়ান্ত নিয়োগ দেবে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ডিএসইর সিআরও পদে খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদের নাম অনুমোদন করেছে বিএসইসি।

খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, ডিএসইর সিআরও পদে আমার নাম বিএসইসি অনুমোদন দিয়েছে বলে শুনেছি। কিন্তু ডিএসইর পক্ষ থেকে কিছু বলা হয়নি। 

এর ফলে তিনি সম্প্রতি এই পদ থেকে পদত্যাগ করা শওকত জাহান খানের স্থলাভিষিক্ত হবেন বাশার। 

উল্লেখ্য, ২০২১ সালের ১ সেপ্টেম্বর এই পদে যোগদান করেন শওকত জাহান খান। তবে নিয়োগের মাত্র ২ মাস পর তিনি পদত্যাগ করেন একই বছরের ১ নভেম্বর। তার আগে ২০২০ সালের ৫ জানুয়ারি অসুস্থতার কারণে একেএম জিয়াউল হাসান সিআরও থেকে পদত্যাগ করেন। 

বর্তমানে ভারপ্রাপ্ত সিআরও হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএসইর ডিজিএম শফিকুল ইসলাম ভূঁইয়া।

এমআই/আইএসএইচ