ইস্পাত ও প্রকৌশল ক্যাটাগরিতে দেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিল্যান্স অ্যাওয়ার্ড, ২০২২ এ প্রথম পুরস্কার পেয়েছে ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড।

রোববার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেন। ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের পক্ষে পুরস্কার নেন ফেয়ার গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন। এ পুরস্কারের মাধ্যমে দেশসেরা শিল্প প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে সরকারি স্বীকৃতি পেল ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য শিল্প মন্ত্রণালয় প্রতি বছর বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানিকে এ পুরস্কার দিয়ে থাকে। এবার পাঁচটি ক্যাটাগরিতে মোট ২৬টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। একইসঙ্গে একটি ট্রেড বডি ও অ্যাসোসিয়েশনকে ইন্সটিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, ২০২০ দেওয়া হয়।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৮-২০১৯ সালে জাতীয় পর্যায়ে উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডকে পুরস্কৃত করা হয়। ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুবকে সিআইপি মর্যাদা দেওয়া হয়। এছাড়া দেশে গ্লোবাল ব্র্যান্ডের পণ্য উৎপাদনকারী প্রথম প্রতিষ্ঠান  হিসেবে ফেয়ার ইলেক্ট্রনিক্সকে পুরস্কৃত করে বাংলাদেশ সরকার।

আইএসএইচ