বে-মেয়াদি সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের (ওপেন-ইন্ড) খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (১ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮২৫তম সভায় এ খসড়া অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের সভায় বে-মেয়াদি সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের (ওপেন-ইন্ড) খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০ কোটি টাকা প্রদান করেছে (ফান্ডের প্রাথমিক আকারের ২০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপক সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে যথাক্রমে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এমআই/এসকেডি