জাল সনদে ৩ কর আইনজীবীর সদস্যপদ বাতিল
অভিযুক্ত তিন আয়কর আইনজীবী
জাল আইটিপি সনদ ও জাল বার কাউন্সিলের সনদের অভিযোগে তিন আয়কর আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন।
ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফী মোহাম্মদ আল মামুনের করা আদেশ সূত্রে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞাপন
সিদ্ধান্তের বিষয়ে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের জাল আইটিপি সনদ ও বার কাউন্সিলের জাল সনদ যাচাই-বাছাই করে দেখা গেছে এনবিআরের আইটিপি সার্টিফিকেট জাল।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বারের সদস্য মো. নুরুল আজহার (সদস্য নং- N00025), মো. মিজানুর রহমান (সদস্য নং-Koo072) ও মো. মাসুদুর রহমান (সদস্য নং- M00712) সদস্য পদ বাতিল করা হলো। বাংলাদেশ বার কাউন্সিলের সংবিধান অনুযায়ী সাধারণ সদস্যপদ বাতিলের ঘোষণা সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞাপন
আরএম/জেডএস