ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ বাড়াচ্ছে বিএটিবি
ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে আরও প্রায় ২শ কোটি টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবি)। রপ্তানিমুখী সিগারেট উৎপাদন বাড়াতে সাভারের কারখানায় নতুন করে ১৯২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
৩১ ডিসেম্বর ২০২০, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি মুনাফা করেছে এক হাজার ২৫০ কোটি টাকার বেশি। যা আগের বছরের চেয়ে প্রায় ৩শ কোটি টাকা বেশি।
১৯৭৭ সালে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বিএটিবির ২০১৯ সালে মুনাফা হয়েছিল ৯৩৬ কোটি টাকা। সে বছর শেয়ারহোল্ডারদের নগদ ৪০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল তারা।
বিজ্ঞাপন
কোম্পানি সচিব আজিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নতুন করে ১৯২ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ব্যবসা সম্প্রসারণ করতে এ উদ্যোগ। এতে শেয়ারহোল্ডাররা ভালো মুনাফা পাবে বলে আশা করি। কোম্পানির নিজস্ব ফান্ড থেকে এ অর্থ বিনিয়োগ করা হবে। তিনি বলেন, এখনো কোম্পানির কাছে ৩ হাজার ৩৯৮ কোটি টাকা রির্জাভ রয়েছে। নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত সব সিগারেট রপ্তানি হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সর্বশেষ কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ১৬০২ টাকা দরে। আজ লেনদেনের শুরুতে শেয়ারটির দর ছিল ১৬৩১ টাকা।
এমআই/জেডএস