বন্ড সুবিধার অপব্যবহার রোধ ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে বন্ড ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যেখানে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সংক্রান্ত অধিকাংশ কাজ স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে সম্পন্ন করতে পারবেন সেবাগ্রহীতা।

‘বন্ড ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্প’ নামের প্রকল্পের আওতায় এরইমধ্যে অটোমেশন সফটওয়্যারের বন্ড লাইসেন্স অ্যাপ্লিকেশন মডিউল, লিয়েন ব্যাংক পোর্টাল, মেশিনারিজ মডিউলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মডিউল ডেভেলপ করা হয়েছে। প্রাথমিকভাবে বন্ড লাইসেন্স অ্যাপ্লিকেশন মডিউলের যাত্রাও শুরু হয়েছে।

পরে ধাপে ধাপে অবশিষ্ট মডিউলগুলো চালু করা হবে। যার মাধ্যমে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সংক্রান্ত অধিকাংশ কার্যাদি স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে সম্পন্ন করা যাবে। 

রোববার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রকল্প পরিচালক মোহাম্মদ ফাউজুর রহমানের উপস্থাপিত প্রবন্ধের সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকল্পের নথি সূত্রে জানা যায়, কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অধিকতর দক্ষ সেবা প্রদান এবং সরকারি রাজস্বের সুরক্ষা নিশ্চিতসহ বিদ্যমান বন্ড ব্যবস্থার অপব্যবহার রোধে ২০১৭ সালে জাতীয় রাজস্ব বোর্ড বন্ড ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পটি গ্রহণ করে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মূল উদ্দেশ্যগুলো হচ্ছে-

সিস্টেমেটিক রিকনসিলিয়েশন পদ্ধতির মাধ্যমে বন্ড ব্যবস্থাপনার সামগ্রিক কর্মপদ্ধতিতে পূর্ণ স্বচ্ছতা প্রতিষ্ঠা করা।

বন্ড ব্যবস্থার অপব্যবহার রোধের মাধ্যমে সরকারি রাজস্ব সুরক্ষার পাশাপাশি স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা প্রদান করা।

বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ও দ্রুত সেবা প্রদান করা।

ব্যবসার পরিচালন ব্যয় ও সময় হ্রাস করা এবং সেবা প্রদানের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা।

এনবিআর জানিয়েছে, দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান রিভ সিস্টেমস লিমিটেডের মাধ্যমে ওয়েব বেজড অটোমেশন সফটওয়্যার কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) প্রণয়ন করা হচ্ছে।

আর প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে বন্ড ব্যবস্থার স্বচ্ছতা আনাসহ এর অপব্যবহার ও বিচ্যুতির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পের কাজ শেষ হওয়ার সময় ধরা হয়েছে ২০২৩ সালের জুন মাস। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি টাকা।

আরএম/জেডএস