দেশের অন্যতম গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস লিমিটেড বাজারে এনেছে ৩টি নতুন মডেলের ইসুজু ট্রাক। এনএলআর ৫৫ই ও এনএলআর ৫৫এইচ মডেলের পেলোড ১ দশমিক ৫ টন। ইসুজু এনএমআর ৫৫এইচ মডেলের ট্রাকটির পেলোড ৩ টন।

উত্তরা মোটরস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (ইসুজু) কর্নেল মোহাম্মদ ফারুক ইয়া আযম, পিপিএম (অব.) জেনারেল ম্যানেজার (সেলস) মেজর আলিমুর রহমান (অব.), জেনারেল ম্যানেজার (সার্ভিস) মো. মতিয়ার রহমান এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সার্ভিস) মো. সাজ্জাদুল আলম যৌথভাবে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত উত্তরা সার্ভিসেস লিমিটেডে নতুন মডেলের ট্রাকগুলোর উদ্বোধন করেন।

আরামদায়ক ড্রাইভিংয়ের জন্য নতুন এ ৩টি মডেলের ট্রাকে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন প্রশস্ত কেবিন। শক্তিশালী জাপানিজ ইঞ্জিন। এছাড়াও রয়েছে মজবুত ও দীর্ঘস্থায়ী চেসিস, লিফ স্প্রিং সাসপেনশন, এক্সেল, টেকসই টায়ার, উন্নত ও কার্যকর ব্রেকিং সিস্টেম। আরও রয়েছে ১০০ লিটার ক্যাপাসিটির বড় ফুয়েল ট্যাঙ্ক।

নতুন ৩টি মডেলের ইসুজু ট্রাকগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে উত্তরা মোটরসের ওয়েবসাইটে ভিজিট করুন।

এমএ