আগামী এক বছরের জন্য সিটিজেন্স ব্যাংক পিএলসিকে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ডিলারদের কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে সমন্বয় করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের ট্রেজারি বিল ও বন্ডের ইস্যু ও ইস্যু পরবর্তী ক্রয়-বিক্রয়ের সেকেন্ডারি মার্কেট অধিকতর গতিশীল ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সিটিজেন্স ব্যাংক পিএলসিকে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে এক বছরের জন্য অনুমােদন প্রদান করা হলাে। প্রাইমারি ডিলারদের জন্য ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে সময়ে সময়ে জারিকৃত নির্দেশ পালন নিশ্চিতকরণসহ প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটে পরবর্তী এক বছরের কার্যক্রম বিবেচনাপূর্বক এই অনুমােদনের মেয়াদ বর্ধিত করা হতে পারে।

এসআই/এসকেডি