ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের নিবন্ধন ফি বিকাশে
সহজেই বিকাশে নিবন্ধন ফি দিয়ে ৫৩তম সমাবর্তনে অংশ নিতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা।
২৭ অক্টোবর পর্যন্ত বিকাশে ফি দিয়ে কোনো ঝামেলা ছাড়া অনলাইনে সমাবর্তন আবেদন সম্পন্ন করতে পারবেন গ্র্যাজুয়েটরা। ২৬ অক্টোবরের মধ্যে গ্র্যাজুয়েটদের নিবন্ধনের আবেদন করতে হবে।
বিজ্ঞাপন
আগামী ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর গ্র্যাজুয়েটরা দুটো আলাদা ভেন্যু থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন মূল সমাবর্তন অনুষ্ঠানের সঙ্গে। ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে যুক্ত হবেন ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের গ্র্যাজুয়েটরা।
বিজ্ঞাপন
ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের গ্র্যাজুয়েটরা যুক্ত হবেন ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস থেকে। ২০১৯ সালের ২৬ আগস্ট থেকে ২০২২ সালের ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা এই ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
অনলাইনে আবেদন করে ফি দিতে গ্র্যাজুয়েটদের https://convocation.du.ac.bd/ সাইটে গিয়ে লগ ইন করে প্রয়োজনীয় সব তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে ‘প্রসিড টু পেমেন্ট’ সিলেক্ট করে বিকাশ অপশনে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় ওটিপি ও পিন কোড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে ফি দেওয়া সম্পন্ন করতে পারবেন গ্র্যাজুয়েটরা। সফলভাবে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনকারীরা এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন।
গ্র্যাজুয়েটদের সব প্রক্রিয়া সম্পন্নের পর ফি জমা দেওয়ার রশিদের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফর্ম ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
আরএইচ