আউটস্ট্যান্ডিং লিডারশিপ পুরস্কার পেলেন মিনহাজ আহমেদ
আহমেদ ফুড প্রোডাক্ট (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ আহমেদ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ আসর থেকে এফএমসিজি সেক্টরে আউটস্ট্যান্ডিং লিডারশিপ এক্সিলেন্স পুরস্কার অর্জন করেছেন।
সম্প্রতি রাজধানীতে অবস্থিত পাঁচ তারকামানের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মিনহাজ আহমেদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
উদ্ভাবনী ধারণা এবং নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে আহমেদ ফুড প্রোডাক্ট (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ আহমেদকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়েছে। বার্ষিক সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে উদ্ভাবন, এন্টারপ্রাইজ ও প্রচেষ্টায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যক্তি এবং সংস্থার ব্যতিক্রমী কাজের স্বীকৃতি দেয় এবং পুরস্কৃত করে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান, সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিটের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন আশা জয়মান্নেসহ আরও অনেকে। বিদেশি অনেক প্রতিনিধিও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গুণগত মানসম্পন্ন পণ্যের কল্যাণে আহমেদ ফুড প্রোডাক্ট (প্রাইভেট) লিমিটেড আজ শুধু একটি ব্র্যান্ড নয়, মিনহাজ আহমেদের নিরন্তর প্রচেষ্টা বাংলাদেশি পণ্যকে সম্মানের আন্তর্জাতিক একটি পর্যায়ে নিয়ে যাচ্ছে।
জেডএস