শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

বুধবার (৯ নভেম্বর) কোম্পানির পর্ষদ সভায় জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, পাওয়ার গ্রিড কোম্পানির বিদায়ী শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ৭২ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের ৭১ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৯৯১টি শেয়ারে ১ টাকা করে মোট ৭১ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৯৯১টাকা দেবে,বাকি টাকা কোম্পানির রিজার্ভে রেখে দেবে।

এর আগের বছর ২০২১ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪ টাকা ৫০ পয়সা। সেখান থেকে ৭১ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৯৯১ টি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের ১৪২ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৯৮২ টাকা লভ্যাংশ দিয়েছে।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৭৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯ দশমিক ১ শতাংশ শেয়ার।  

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

৩০ জুন সমাপ্ত বছরের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৬৬ পয়সা। এর আগের বছর ছিল ১২১ টাকা ৮৪ পয়সা। বুধবার দিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা।

এমআই/এমএ