দেশের ৬০তম তফসিলি ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু কর‌ল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বুধবার সন্ধ্যায় (১০ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (‌বিএ‌বি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সব উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য হ‌বে ব্যবসা নয় গ্রাহ‌কের সেবা দেওয়া। আনলাইন ব্যাংকিংয়ে বে‌শি জোর দে‌বে। ক্ষুদ্র উদ্যোক্তারা দে‌শের অর্থনী‌তির প্রাণ। তাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ছোট উদ্যোক্তা‌দের পা‌শে সবসময় থা‌কবে।

এসআই/এসকেডি