ডিজিটাল ভ্যাট চালান ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) ২৪তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর 002122LWDWSC019।

ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা দেওয়া হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) সম্মেলন কক্ষে ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। যেখানে মোট ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়। 

আরও পড়ুন : ইএফডি ও এসডিসি মেশিন কিনতে হবে ব্যবসায়ীদের

সোমবার (৯ জানুয়ারি) এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসেম্বর মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত চালানের ওপর এই লটারির ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে হিসেবে পুরো ডিসেম্বর মাসে ইএফডি যন্ত্র ব্যবহার করে যারা কেনাকাটা করেছেন তাদের কেনাকাটার চালানপত্র কুপন হিসেবে লটারিতে ব্যবহার করা হয়।

এবারের দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বর : 002422EYXONLF760

তৃতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বরগুলো হলো : 002222BWLUUCX480, 002122NWWQYRK283 ও  003222BAHITWC972।

লটারির ড্র এনবিআরের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। এছাড়া তিন কার্যদিবস পর পত্রিকায় প্রকাশ করা হবে। পুরস্কার প্রাপ্তিতে সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ এ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে এনবিআর।

আরও পড়ুন : ইএফডি লটারি : বিজয়ীদের খুঁজছে এনবিআর

ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়।

ইএফডি হলো আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। এ যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারছে এনবিআর। এর মধ্যে কত অংশ ভ্যাট তা জানা যাবে। ফলে ভ্যাট ফাঁকি বন্ধ হবে এবং আদায় বাড়বে। ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকিতে এনবিআরের সার্ভারের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকবে ইএফডি মেশিন। এজন্য ইতোমধ্যে সার্ভার স্থাপন করা হয়েছে।

২০২০ সালের ২৫ আগস্টে প্রাথমিকভাবে ৫টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা উত্তর/দক্ষিণ/পূর্ব/পশ্চিম, চট্টগ্রাম) ইএফডি ও এসডিসি স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়। ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯ হাজার ইএফডি ও এসডিসি স্থাপন করা হয়েছে। ইএফডি ও এসডিসি স্থাপন কার্যক্রম এখনো চলমান রয়েছে।

ইএফডি ও এসডিসি মেশিন সরবরাহ, ব্যবহার এবং খুচরা পর্যায়ে আদায় করা ভ্যাটের তথ্য সংগ্রহের লক্ষ্যে গত ৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড ও জেনেক্স ইনফয়েস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তানুযায়ী আগামী পাঁচ বছরে ৩ লাখ ইএফডি এবং এসডিসি সরবরাহ ও স্থাপন করতে হবে। তিন লাখ মেশিন স্থাপন হলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে বলে মনে করে এনবিআর।

>>> লটারিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

আরএম/এসকেডি