বর্ণাঢ্য আয়োজনে বিটিআইয়ের ৪০ বছর পূর্তি উদযাপন
প্রতিষ্ঠার ৪০ বছর পূর্ণ করেছে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়া লিমিটেড (বিটিআই)। স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে যাত্রা শুরু করে সাফল্যের সঙ্গে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। বিটিআই তাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করে দুই দিনব্যাপী উদযাপন অনুষ্ঠান ‘স্পোর্টি অ্যাট ফরটি’।
শনিবার (৪ মার্চ) বিটিআই সেলিব্রেশন পয়েন্টের প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হয়ে গেল ‘স্পোর্টি অ্যাট ফরটি’ এর প্রথম দিনের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান, বিটিআইয়ের সিওও ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
আনন্দময় এ আয়োজনের অংশ হিসেবে ছিল প্যানেল ডিসকাশন ও শিশুদের জন্য আর্ট ওয়ার্কশপ। এছাড়াও উৎসবমুখর এই আয়োজনে শহরজুড়ে বিভিন্ন লোকেশনে অবস্থিত বিটিআইয়ের ১১টি ব্র্যান্ড নিউ প্রজেক্ট লঞ্চ করা হয়েছে। এই আয়োজনে বিভিন্ন ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও তাদের হোম লোন প্রোডাক্ট নিয়ে উপস্থিত ছিল।
‘ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইন দ্য আপকামিং ইনফ্লেশন’ শীর্ষক প্যানেল ডিসকাশনে আলোচক হিসেবে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর ও খ্যাতনামা সাংবাদিক গোলাম মোর্তোজা। প্যানেল ডিসকাশনটি মডারেট করেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান। উক্ত প্যানেল ডিসকাশনে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির ওপর করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিচেবনায় রেখে বিনিয়োগের ধরনে কেমন পরিবর্তন আসা উচিত তা নিয়ে আলোকপাত করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল আর্ট ওয়ার্কশপ। এতে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক শিল্পী বিশ্বজিৎ গোস্বামী।
বিটিআইয়ের ৪০ বছর পূর্তির আনন্দ ভাগাভাগি করে নিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শুভাকাঙ্ক্ষী, ত্রেতা ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ।
এমএ