পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষ্যে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সকল প্লাজায় চলছে দেশ সেরা অফার 'মিশন মিলিয়নিয়ার' সিজন-৩। এই ক্যাম্পেইনে ক্রেতারা সারা দেশব্যাপী যমুনা প্লাজা কিংবা ডিলারশপে পণ্য কেনার সঙ্গে সঙ্গে পাবেন নিশ্চিত ডিস্কাউন্ট, সোনার চেইন, ফ্রিজ, টিভি, এসিসহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার।

মিশন মিলিয়নিয়ার ঈদ ক্যাম্পেইন নিয়ে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলসের বিপণন বিভাগের পরিচালক সেলিম উল্ল্যাহ সেলিম বলেন, যমুনা ইলেকট্রনিক্স সব সময় ক্রেতার সন্তুষ্টির কথা চিন্তা করে থাকে। দেশসেরা এ অফারে সম্মানিত ক্রেতাগণ তাদের চাহিদামতো পছন্দের সেরা পণ্যটি আকর্ষণীয় মূল্যে কিনতে পারবেন। সাথে মিলিয়নিয়ার হওয়ার সুবর্ণ সুযোগ তো থাকছেই।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের বিপণন বিভাগের কর্মকর্তা এ.জি.এম. রুহুল কে. সাগর বলেন, যমুনা ইলেকট্রনিক্স নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই দুঃসময়ের গুরুত্ব বিবেচনা করে কম দামে সর্বোচ্চ গুণগতমানের ইলেকট্রনিক্স পণ্য কেনার সুযোগ করে দেওয়ার জন্যই এই মিশন মিলিয়নিয়ার ঈদ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে পণ্য কেনার সময় অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সারা বাংলাদেশের যে কোনো যমুনা প্লাজা ও ডিলার পয়েন্ট থেকে পুরো রমজান মাসজুড়ে ক্রেতারা যমুনার পণ্য কিনে জিতে নিন সোনার চেইনসহ লক্ষ লক্ষ টাকার ঈদ উপহার।

যমুনা রেফ্রিজারেটরে সর্বোচ্চ ১০,৩৫০ টাকা এবং যমুনা এলইডি টিভি তে সর্বোচ্চ ৬,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত মূল্যছাড়। এই গরম থেকে স্বস্তি পেতে যমুনা এসি কিনলেই পাবেন সর্বোচ্চ ৯,৫৭০ টাকা পর্যন্ত মূল্যছাড়সহ ইনস্টলেশন সুবিধা। আপনার আধুনির জীবনের সহজ সমাধান হিসেবে যমুনা হোম-এপ্লায়েন্স এ রয়েছে সর্বোচ্চ ১৫% পর্যন্ত মূল্যছাড়।

যমুনা ইলেকট্রনিক্সের সকল প্লাজা ও ডিলার পয়েন্ট থেকে ক্রেতারা এই অফারটি উপভোগ করতে পারবেন।

প্লাজা লোকেশন জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে: https://www.estorejamuna.com/store-locator

এমজে