বিশ্বব্যাংকের পরে এবার ভারতের আর্থিক প্রবৃদ্ধির (জিডিপি) পূর্বাভাস ছাঁটাই করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

আইএমএফ বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে ভারতে জিডিপি বৃদ্ধির হার ৫.৯ শতাংশ হতে পারে। জানুয়ারি মাসে আগের পূর্বাভাসে তা ৬.৩ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছিল।   

এর আগে গত ৪ এপ্রিল ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছিল বিশ্বব্যাংক। চলতি ২০২৩-২৪ অর্থবছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৩ শতাংশে দাঁড়াতে পারে বলে সংস্থার রিপোর্টে জানানো হয়। এর আগে প্রকাশিত রিপোর্টে যা ৬.৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

গত অর্থবছরে বিশ্বে আর্থিক বৃদ্ধির হার ছিল ৩.৪ শতাংশ। চলতি অর্থবছরে তা ৩ শতাংশের নীচে নামতে পারে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা।  

তিনি বলেন, আমাদের অনুমান, বিশ্বের মোট আর্থিক বৃদ্ধির অর্ধেকটাই হবে ভারত এবং চীনের অবদান। 

করোনা মহামারির পর বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হয়ে আছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীন-তাইওয়ান সংঘাত। যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে। এই পরিস্থিতিতে আর্থিক বৃদ্ধির গতি ব্যাহত হবে বলে গত অক্টোবরে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শীর্ষক রিপোর্টে জানিয়েছিল আইএমএফ। মহামারি পরবর্তী পরিস্থিতিতে গোটা বিশ্বে মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়। 

এনএফ