মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের। প্রতিষ্ঠানটির ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে। মঙ্গলবার ( ১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ২০২৩ সালের জানুয়ারি-মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দেখিয়েছে ১১ পয়সা। যা গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৩৫ পয়সা বা ২৩ দশমিক ৯১ শতাংশ।

এতে ১৯৯৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির গত তিন প্রান্তিক মিলিয়ে ইপিএস হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৯ পয়সা। ইপিএস কমেছে ৩৩ পয়সা বা ৪৭ দশমিক ৮২ শতাংশ।

৩১ ডিসেম্বর ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৪৬ পয়সা। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর ২০২০ সালে ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫১ লাখ ৪৭ হাজার ৬৫৭টি।

এমআই/এসকেডি