জমে উঠেছে কোরবানির বাজার। আর প্রতি বছরের মতো এবারও অন্য সব ইলেকট্রনিক্স পণ্যকে পেছনে ফেলে দেশের এক নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা নিয়ে এসেছে দেশ সেরা অফার!

‘মিশন মিলিয়নিয়ার’ যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ক্রেতারা দেশব্যাপী বিস্তৃত যমুনা প্লাজা এবং ডিলার শপে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য কিনে রেজিস্ট্রেশন করলে ফিরতি মেসেজে পেয়ে যাচ্ছেন সোনার চেইন, ফ্রি রেফ্রিজারেটর, এসি, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ নগদ লক্ষ লক্ষ টাকার পুরস্কার। 

ঈদ উপলক্ষ্যে যমুনার যেকোনো যমুনা প্লাজা/শোরুমে ৩৩৩ লিটার ফ্রিজ মাত্র ২৯,০২৫ টাকায়, ৩৪৮ লিটার ফ্রিজ মাত্র ৪৩,৯৭৬ টাকায়; ৩০০ লিটার ফ্রিজ মাত্র ৩৮,৯৭০ টাকায়; ২২০ লিটার ফ্রিজ মাত্র ৩৩,১২০ টাকায়; ২৩০ লিটার ফ্রিজ মাত্র ২৬,৮২০ টাকায়; ২২৮ লিটার ফ্রিজ মাত্র ৩৫,৯১০ টাকায়, ১৫০ লিটার ফ্রিজ মাত্র ২৭,১৬২ টাকাসহ নগদ লক্ষ লক্ষ টাকার পুরস্কার পাওয়া যাচ্ছে।

যমুনার প্রতিটি ফ্রিজই সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও বেস্ট কুলিং পারফর্ম্যান্স টেকনোলজি অত্যাধুনিক প্রযুক্তির ফিচারসহ ১০ বছরের কম্প্রেসার গ্যারান্টি রয়েছে! এছাড়া, সারাদেশজুড়ে সব জিপি-স্টার কাস্টমাররা যেকোনো প্লাজা থেকে যমুনার পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ১২ শতাংশ ফ্লাট ডিসকাউন্ট! তাই পছন্দের পণ্য কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে যমুনা প্লাজা/শোরুমে।
 
যমুনা ইলেকট্রনিক্সের অন্যান্য পণ্যের মধ্যে সবার পছন্দের শীর্ষে রয়েছে যমুনা ফ্রিজ। রাজধানীর শেওড়াপাড়া, মিরপুর থেকে ফ্রিজ কিনছিলেন গৃহিণী ইসমাত আরা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল অন্য ব্র্যান্ড রেখে যমুনা কেন? জবাবে তিনি বলেন, যমুনার পণ্য আন্তর্জাতিকমানের, আর দামও নাগালের মধ্যে। তাছাড়া মিশন মিলিয়নিয়ার ক্যাম্পেইনে পণ্য কিনে দারুণ সব অফার জিতে নেওয়ার সুযোগ তো থাকছেই। এই ক্রেতা আরও বলেন, আমি সুদীর্ঘ সময় ধরে আমার ঘরে যমুনা ইলেকট্রনিক্সের বিভিন্ন পণ্য ব্যবহার করছি এবং আমি যমুনা পণ্যের নিয়মিত ক্রেতা। 

যমুনা প্লাজা শেওড়াপাড়ার ম্যানেজার তোফিক আহমেদ জানান, ‘মিশন মিলিয়নিয়ার’ ঈদ ক্যাম্পেইনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ইতিমধ্যে আমাদের প্লাজাসহ দেশের অন্যান্য প্লাজা ও ডিলার পয়েন্টেই আমাদের ক্রেতারা এ ক্যাম্পেইন এর আওতায় সোনার চেইন, ফ্রি রেফ্রিজারেটর, এসি, এলইডি টিভিসহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার জিতেছেন। এ ঈদকে সামনে রেখে যমুনা ইলেকট্রনিক্স অত্যাধুনিক প্রযুক্তির সেরামানের রেফ্রিজারেটর ডিপ ফ্রিজ সহ শতাধিক নতুন পণ্য নিয়ে এসেছে। যমুনার পণ্য কিনলেই গ্রাহকরা পাবেন সবচেয়ে সহজ কিস্তি সুবিধা, ক্যাশব্যাক, নিশ্চিত ডিসকাউন্ট, ১২ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধাসহ আরও অনেক কিছু।
 
ক্রেতাদের বিশেষ চাহিদা ও অনুরোধে মিশন মিলিয়নিয়ার ক্যাম্পেইনের মেয়াদ আর ও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। যমুনা রেফ্রিজারেটরের ‘কুলিং ব্যাকআপ’প্রযুক্তি বিদ্যুৎ ছাড়াই লোডশেডিংয়েও খাবার ৭২ ঘণ্টা এবং ডিপ ফ্রিজে ১২০ ঘণ্টা সময় টাট্কা রাখে। যমুনার শতাধিক রঙ ও মডেলের ফ্রিজ রয়েছে।

জেডএস