শেয়ার হোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

আজ রোববার (২৩ জুলাই) কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রূপালী লাইফের একটি সূত্রে জানা গেছে, ২০২২ সালে কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য নির্ধারিত লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হবে বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর।

ওইদিন বেলা ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য ‘রেকর্ড ডেট’ নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ১৪ হাজার ২৩৬টি। শেয়ারহোল্ডাররা মোট ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৬৫৯ টাকা পাবেন।

সর্বশেষ ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল রূপালী লাইফ ইনস্যুরেন্স। রোববার এই কোম্পানির শেয়ারের মূল্য ছিল ১৪০ টাকা ৬০ পয়সা।

এমআই/