শান্তা গ্রুপের প্রতিষ্ঠান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন আরিফ খান। বৃহস্পতিবার (১ এপ্রিল) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরিফ খান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টে যোগদানের পূর্বে ব্যাংকবর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। এর আগে তিনি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১১ সালের ৩০ মে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পান আরিফ খান। পরে ২০১৬ সালের ২৮ জানুয়ারি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি বিএসইসি থেকে পদত্যাগ করেন। এর আগে, তিনি জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপক ছিলেন। এরও আগে তিনি আইডিএলসি ফিন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতির দায়িত্বও পালন করেছেন।

আরিফ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে পড়াশোনা করেন। পরে আইবিএ থেকে এমবিএ করেন। ১৯৯১ সালে এবি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার পদে তিনি কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফিশারিজ এবং জেনিথ ইনভেস্টমেন্টে কাজ ক‌রে‌ছেন। কর্মজীবনে ৩০ বছরের ম‌ধ্যে ২০ বছরই কাটিয়েছেন আইডিএলসিতে।

এসআই/এফআর