বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের ছোট ভাই, সমাজসেবক কাজী ফারুকজ্জামান আহমদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (২১ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করেছে। 

এক শোক বার্তায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত ও সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করার পাশাপাশি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

কাজী ফারুকজ্জামান আহমদের আদি নিবাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে। তিনি আজীবন সমাজসেবার কাজে নিয়োজিত ছিলেন।

আরএম/এইচকে