অর্থনীতিবিদ ড. আবুল বারকাত

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফরমেশন, ইন্টিগ্রেশন, গ্লোবালাইজেশন ইকোনোমিক রিসার্চের (টাইগার) অ্যাডভাইজারি বোর্ডের (সাব) সদস্য হিসেবে অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাতকে মনোনয়ন দেওয়া হয়েছে।  

আগামী দশ বছরের (২০২১-২০৩০) জন্য তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

শনিবার (২ জানুয়ারি) অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাব-টাইগার এর বোর্ড চেয়ারম্যান শান্তিতে নোবেলজয়ী জোস রামন হর্টের সময়কালে (২০২১-২০৩০) তিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

গবেষণা প্রতিষ্ঠান টাইগার বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিবিদ, গবেষক, চিন্তাবিদ, পেশাজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সমন্বয়ে সাইন্টিফিক রিসার্চ অ্যাডভাইজারি বোর্ড গঠন করে।

আধুনিক পোল্যান্ড বিনির্মাণে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী প্রফেসর গ্রজেগোর্জ ডব্লু কোলডকোর গবেষণা প্রতিষ্ঠানটির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

আরএম/এসআরএস