নয় সেবা নিয়ে যাত্রা করলো আলেশা মার্ট
রাজধানীর একটি হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মধ্যে আলেশা মার্টের উদ্বোধন
দেশে ই-কমার্স বিজনেস প্লাটফর্মে নতুন যুক্ত হলো 'আলেশা মার্ট' (aleshamart.com) নামে একটি প্রতিষ্ঠান। এটি আলেশা হোল্ডিংসের একটি অঙ্গসংস্থা। শুধু পণ্য বিক্রির উদ্দেশ্যে নয়, সেবার উদ্দেশ্য নিয়েই যাত্রা করলো প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
বিজ্ঞাপন
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, কোভিড-১৯ প্যান্ডেমিক আমাদের ধারণা পরিবর্তন করে দিয়েছে। এ ৮-১০ মাসে বুঝিয়ে দিয়েছে ই-কমার্স কী। আমরা পেয়েছি নতুন অভিজ্ঞতা। আমরা কখনো এটা ধারণাও করিনি, কিন্তু ই-কমার্স এখন বাংলাদেশে বস্তবতা। অনেকেই এ প্লাটফর্মে এসেছে আবার চলেও গিয়েছে। আলেশা ২৪ ঘণ্টা ওষধ সরবরাহ করবে, এটি ব্যতিক্রম একটি বিষয়। বিষয়টিকে আমি স্বাগত জানাই।'
আলেশা মার্ট লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার বলেন, বাংলাদেশে বিশ্বস্ত ও মানসম্পন্ন ই-কমার্স সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আলেশা মার্টকে পরিচয় করিয়ে দেওয়া আমার অপরিসীম আনন্দের বিষয়। এটি গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও একধাপ এগিয়ে দেবে বলে আমি আশাবাদী। আলেশা মার্ট গ্রাহকদের হাসি ফোটানোর জন্য তাদের দোরগোড়ায় দ্রুত পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অনলাইন শপিংয়ের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং গ্রাহকের সন্তুষ্টি বাড়ানোর জন্য প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিছু ভিন্নতর পরিষেবা তৈরি করেছি।
বিজ্ঞাপন
আলেশা মার্টের সেবা গুলো হচ্ছে- দ্রুত ডেলিভারির নিশ্চয়তা; মানসম্মত পণ্যের সমাহার; মেডিসিন ডেলিভারি সেবা; অবিশ্বাস্য ডিসকাউন্ট; আকর্ষণীয় মেম্বরশিপ প্যাকেজ; ক্যাশ টাকা ডেলিভারি সুবিধা; বাকিতে গ্রোসারি পণ্য কেনার সুবিধা; ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করার সুযোগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, আলেশা মার্ট লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার, ম্যানেজিং ডিরেক্টর সাদিয়া চৌধুরী, সিইও আতিকুর রহমান প্রমুখ।
এইচএন/এসএম