পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কার্যাবলীসহ আর্থিক বিবরণী পূর্ণাঙ্গভাবে বিশেষ নিরীক্ষা করার লক্ষ্যে একজন নিরীক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (৩ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসির) সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১ এপ্রিল প্রতিষ্ঠানটিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মো. আশরাফুল মোকবুলসহ ছয় সদস্য বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছে বিএসইসি। তারা হলেন- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইহসানুল আজিজ, কিংসনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক শেখ নাজমুল হক সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক মো. সজীব হোসেন, ঢাবির ম্যানেজমেন্ট কনসালট্যান্সির পরিচালক ড. মো. মোশাররফ হোসেন ও সিনিয়র কনসালট্যান্ট একেএম শহীদুজ্জামান। তাদের মধ্যে মো. আশরাফুল মোকবুলকে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগের সুপারিশ করেছে বিএসইসি।

৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৮ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১৫ পয়সা।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ফারইস্ট ফাইন্যান্স। তার আগের দুই হিসাব বছরেও কোনো লভ্যাংশ দেয়নি তারা। সর্বশেষ ২০১৬ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির পরিচালনা পর্ষদ। 

এমআই/এইচকে