এফবিসিসিআই সলভেথন
বিজয়ী তিন স্টার্টআপের নাম ঘোষণা
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ‘সলভেথন পাওয়ার্ড বাই এমআইটি সলভ’ বিজয়ী তিন স্টার্টআপের নাম ঘোষণা করা হয়েছে।
বিজয়ী তিন স্টার্টআপ হচ্ছে, টিম আফটার গ্রেড (Team Aftergrad), টিম সুশান্ত (Team Sushastho) ও টিম ক্রিশপ (Team Krishop)। নির্বাচিত ৩টি স্টার্টআপকে অর্থায়ন এবং এমআইটি সলভ ২০২১ গ্লোবাল চ্যালেঞ্জে অংশগ্রহণ করার ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন
বুধবার (১৯ মে) এফবিসিসিআই সলভেথন পাওয়ার্ড বাই এমআইটি সলভ শীর্ষক অনুষ্ঠানে এ তিন স্টার্টআপের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখর রাজাশেখারান এবং এফবিসিসিআইয়ের সাবেক উপদেষ্টা এম এ আব্দুল হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআই টেক সেন্টারের উপদেষ্টা সোনিয়া বশির কবীর।
বিজ্ঞাপন
গত ৩০ জানুয়ারি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজি (এমআইটি) সলভের সহযোগিতায় এবং এফবিসিসিআই টেক সেন্টারের পরিচালনায় একটি ভার্চুয়াল কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রাথমিকভাবে ২০২ জনকে নির্বাচন করা হয়। অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে মোট ২০টি দল গঠন করা হয়। এ ২০টি দলের মধ্য থেকে বিভিন্ন দক্ষতা যাচাই-বাছাইয়ের পর সেরা ৩টি দল নির্বাচন করা হয়।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। বাংলাদেশে ভবিষ্যতে অনেক সুযোগ তৈরি হবে তাই আজকে যারা বিজয়ী হতে পারেননি তাদের হতাশ হওয়ার কিছু নেই।
তিনি বলেন, বাংলাদেশের উন্নতির অগ্রযাত্রা এই প্রজন্মকেই অব্যাহত রাখতে হবে। তোমরাই এলডিসি গ্রাজুয়েট বাংলাদেশ, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জিত বাংলাদেশ এবং ২০৪১ সালের উন্নত বাংলাদেশ।
এফবিসিসিআই ভার্চুয়াল সলভেথনে অংশগ্রহণকারীরা এমআইটির ২০২১ চ্যালেঞ্জের চারটি থিম নিয়ে কাজ করছেন। থিমগুলো হলো : রিজিলেন্ট ইকোসিস্টেম : কার্বন প্রশমনসহ ইকোসিস্টেম সার্ভিস সংরক্ষণ এবং জোরদার করা, হেলথ সিকিউরিটি অ্যান্ড প্যান্ডেমিকস : স্বাস্থ্য সুরক্ষা হুমকি এবং রোগের প্রকোপের প্রভাব থেকে মানুষকে রক্ষা করা, ইকুইটেবল ক্লাসরুমস অ্যান্ড লার্নিং স্পেসেস : পরবর্তী প্রজন্মের জন্য শেখার পরিবেশ পুনর্বিবেচনা করা এবং ডিজিটাল ইনক্লুশন ফর ইকোনমিক জাস্টিস : প্রত্যেকের জন্য ডিজিটাল কমার্স এবং পাবলিক সার্ভিসের ন্যায়সংগত সংযোগ নিশ্চিত করা।
এসআই/এসকেডি