সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ মে) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। মঙ্গলবার (১৮ মে) মূল্য সংশোধনের পর বুধবার (১৯ মে) ব্যাংকের শেয়ারের পালে সুবাতাস বইছে। অর্থাৎ ব্যাংক খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ব্যাংকের মতো বিমা কোম্পানির শেয়ারের দামও বেড়েছে।

তাতে লেনদেনের প্রথম ১৫ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৭০ কোটি ৯০ লাখ টাকার।

সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত সময়ে ডিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২৮৬ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৭৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ারের দাম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩ কোটি ৯১ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস