বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেশের অন্যতম অনলাইন ট্রাভেল টেক প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ ঘোষণা করেছে এক বিশেষ অফার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ সব রুটে রাউন্ড ফ্লাইট প্রতি টিকিটে এক হাজার ৪৩২ টাকা ছাড়ে পাবেন যাত্রীরা। শুধুমাত্র পয়লা বৈশাখে বা ১৪ এপ্রিল তারিখের জন্য অফারটি প্রযোজ্য। এ অফারের আওতায় যাত্রীরা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, সিলেটসহ সব ডোমেস্টিক রুটে ভ্রমণ করতে পারবেন।

নতুন বছরকে কেন্দ্র করে এ অফারটি যাত্রীদের ভ্রমণকে আরও সহজলভ্য-আনন্দদায়ক করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই অফার পেতে এখনই ভিজিট করুন www.firsttrip.com অথবা ফার্স্টট্রিপ অ্যাপ ব্যবহার করে সহজেই টিকিট বুক করতে পারেন। 

যেকোনো প্রয়োজনে ফোন- ০৯৬১৩১৩১৪১৫  অথবা মেইল করুন- ask@firsttrip.com

এমজে