ফুডি শপে মিলবে মীনা বাজারের সব পণ্য
দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন মীনা বাজার ও অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডি শপের মধ্যে পার্টনারশিপ চুক্তি সই হয়েছে। ফলে শিগগিরই মীনা বাজারের সব ধরনের পণ্য ফুডি শপে পাওয়া যাবে এবং দ্রুত ডেলিভারির মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে ফুডি এক্সপ্রেস লিমিটেডের হেডকোয়ার্টারে একটি অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় ফুডি এক্সপ্রেস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিওও) শাহনেওয়াজ মান্নান, ফুডি শপের ম্যানেজার হৃদিতা শাওন ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাজওয়ার রিজভী। অন্যদিকে মীনা বাজারের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন (ই-কমার্স) মর্তুজা আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ তামিম সরকার ও এক্সিকিউটিভ রঞ্জন চন্দ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সেবার প্রত্যাশা জানিয়ে ফুডি এক্সপ্রেস লিমিটেডের সিওও শাহনেওয়াজ মান্নান বলেন, গ্রাহকরা সাধারণত দ্রুত সেবা পছন্দ করেন। আমরা চাই মীনা বাজারের পণ্যগুলো সহজ, সুবিধাজনক ও দ্রুত ডেলিভারির মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছাতে। ফুডি শপ একটি দেশীয় কোম্পানি হিসেবে এই চাওয়াটাকে বাস্তবে রূপ দিতে কাজ করছে।
মীনা বাজারের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন (ই-কমার্স) মর্তুজা আহমেদ বলেন, আমরা একটি দেশীয় কোম্পানি। আরেকটি দেশীয় কোম্পানির এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আমাদের জন্য গর্বের। ফুডি যেভাবে নিজের অবস্থান তৈরি করছে সেটা অনুপ্রেরণাদায়ক। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা একসঙ্গে আরও বড় কিছু করতে পারব বলে বিশ্বাস করি।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই সহযোগিতার মাধ্যমে গ্রাহকরা আরও সহজে, দ্রুত ও নির্ভরযোগ্যভাবে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। ফলে মীনা বাজারের বিশ্বস্ত মানের পণ্য এবং ফুডির দ্রুত ডেলিভারি নেটওয়ার্ক একসঙ্গে নির্বিঘ্ন অনলাইন গ্রোসারি শপিং অভিজ্ঞতা তৈরি করবে।
আরএইচটি/এমজে