সাময়িক বন্ধ থাকবে ইউসিবি ব্যাংকের অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা
সেবার মান বাড়াতে নির্ধারিত সময়ে সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে গ্রাহকরা ইউ-নেট ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএমসহ সব এডিসি সেবা, এজেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা ব্যবহার করতে পারবেন না।
বিজ্ঞাপন
বুধবার (১০ সেপ্টেম্বর) এক নোটিশে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে ইউসিবির কর্তৃপক্ষ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইউসিবি জানায়, রক্ষণাবেক্ষণের কাজ চলবে ১২ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল ৭টা ৫০ মিনিট পর্যন্ত এবং ১৩ সেপ্টেম্বর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত।
ব্যাংক বলেছে, গ্রাহকদের উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা দিতে এই কাজ করা হচ্ছে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে ইউসিবি।
এসআই/এসএসএইচ