সকাল থেকেই বৃষ্টি। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে জমেছে পা‌নি। বাদ যায়‌নি কেন্দ্রীয় ব্যাংকও। টানা বৃ‌ষ্টি‌তে জলাবদ্ধতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ বাংলা‌দেশ ব্যাং‌কের মূল ফটক থেকে ৩০তলা ভবনের রাস্তায় হাঁটু পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ব্যাংকে আসা বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ দর্শনার্থীরা।

মঙ্গলবার (২২ জুন) সকা‌লে বৃষ্টির পর কেন্দ্রীয় ব্যাংকে দেখা গেছে এমন চিত্র। বিভিন্ন কাজে বাংলাদেশ ব্যাংকে আসা লোকজন তাদের জুতা খুলে হাঁটু পানির মধ্য দিয়ে ব্যাংকে প্রবেশ করছেন। অনেকে এসে ঘুরে যাচ্ছেন।

কেন্দ্রীয় ব্যাং‌কে কাজে আসা আশরাফ না‌মের এক ব্যক্তি জানান, ব্যাং‌কের এক‌টি কা‌জে এ‌সে‌ছিলাম। পা‌নি জ‌মে যে অবস্থা ভেতরে প্রবেশ করার উপায় নেই। আ‌রেক ব্যক্তি ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, কেন্দ্রীয় ব্যাং‌কে য‌দি বৃ‌ষ্টি‌তে এ প‌রি‌স্থিতি হয় তাহ‌লে অন্য জায়গার কী অবস্থা বোঝা যা‌চ্ছে।

এ‌দি‌কে কেন্দ্রীয় ব্যাং‌কে আসা বেসরকা‌রি ব্যাং‌কের এক কর্মী আসাদুজ্জামান জনান, এক‌টি রি‌পোর্ট জমা দি‌তে এ‌সে‌ছি। হাঁটু সমান পা‌নি জ‌মে আ‌ছে। কী আর করা, জরু‌রি কাগজ জমা দি‌তে হ‌বে, তাই বাধ্য হ‌য়ে জুতা খু‌লে পা‌নিতে নে‌মে যে‌তে হ‌চ্ছে।

ক্ষোভ প্রকাশ করে‌ তি‌নি ব‌লেন, এখানে বে‌শিরভাগ লোকই ফরমাল ড্রেসে আ‌সে। এখন যদি জুতা খুলে এই নোংরা পানিতে নে‌মে ভেত‌রে যেতে হয় তাহলে বাইরের কী অবস্থা চিন্তা করা যায়। খুবই বিরক্তকর। পানিতে নামা ছাড়া কোনো উপায় নেই।

ক্ষোভ প্রকাশ আ‌রেক ব্যাংকার জানান, বাংলা‌দেশ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে যদি হাঁটু পানি জমে থাকে তাহলে কিছু বলার থাকে না।

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার দা‌য়িত্বে থাকা এক কর্মী জানান, টানা এক দুই ঘণ্টা বৃ‌ষ্টি হ‌লেই এখা‌নে পা‌নি জ‌মে যায়। বেশি বৃষ্টি হলে পা‌নি নাম‌তে তিন চার ঘণ্টা লে‌গে যায়।

এসআই/জেডএস