দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ নভেম্বর) অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকের পতন হয়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স টানা চার কার্যদিবসের উত্থানে প্রায় ২০০ পয়েন্ট বাড়ার পর আজ ৩২ পয়েন্টে কমেছে। তবে ডিএসইর সার্বিক লেনদেন কিছুটা বেড়েছে।

দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধির হলেও সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। এই স্টক এক্সচেঞ্জটির লেনদেনে ভাটা পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৪টির। বিপরীতে কমেছে ২৩৮টির। এই হিসেবে দরপতন দরবৃদ্ধির তুলনায় ২ দশমিক ২৯ গুণ বেশি। তবে লেনদেন শেষে আজ ২৯টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫১টি, ‘বি’ ক্যাটাগরির ৫৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৩০টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজে দরপতন হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৯০১ পয়েন্টে পয়েন্টে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে এক হাজার ১৮ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে মোট ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসেবে দিনের ব্যবধানে ডিএসইর লেনদেন বেড়েছে ২৪ কোটি ৮৬ লাখ টাকা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার। এদিন কোম্পানিটির মোট ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ১৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার।

দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে উঠেছে। আর সিএসসিএক্স সূচকটি ১৩ পয়েন্ট কমে ৮ হাজার ৪১৯ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ৬৫টি, আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ এক্সচেঞ্জটিতে ৭ কোটি ৩৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এমএমএইচ/এনএফ