সাধারণ বিমায় ব্যক্তি এজেন্ট লাইসেন্স বন্ধ হচ্ছে
সাধারণ বিমা প্রতিষ্ঠানগুলোতে ব্যক্তি এজেন্টদের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে দেশের সব সাধারণ বিমা প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করার জন্য আইডিআরএ-এর কাছে প্রস্তাব করতে বলা হয়েছে। ওই প্রস্তাবের আলোকে এই খাতের ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
সোমবার (১ ডিসেম্বর) সাধারণ বিমা প্রতিষ্ঠানের ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ নির্ধারণ-প্রসঙ্গে এক নির্দেশনায় এসব তথ্য জানিয়েছে আইডিআরএ। নির্দেশনায় সই করেছেন সংস্থার উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান।
বিজ্ঞাপন
আইডিআরএ-এর নির্দেশনায় বলা হয়েছে, এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরবর্তীতে কোনো নন-লাইফ সাধারণ বিমা প্রতিষ্ঠান কমিশনের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা লঙ্ঘন করেছে কিনা, তা মনিটরিং করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের লোকবল সংকট থাকায় উল্লিখিত মনিটরিংয়ের ক্ষেত্রে বাংলাদেশি ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে (বিআইএ) কর্তৃপক্ষের কাজে সহযোগিতা করতে হবে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে একটি ভিজিলেন্স টিম গঠন করতে হবে। কোনো সাধারণ বিমা প্রতিষ্ঠানে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা লঙ্ঘন করলে বিআইএ-এর ভিজিলেন্স টিম কর্তৃপক্ষকে বিষয়টি জানাবে এবং কর্তৃপক্ষ পরবর্তীতে তা যাচাই করে বিমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
বিজ্ঞাপন
গত ২৫ নভেম্বর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং সাধারণ বিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে এই সংক্রান্ত একটি সভা আয়োজিত হয়। ওই সভার সিদ্ধান্তের আলোকে ওপরের নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সাধারণ বিমা কোম্পানিগুলোকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
এমএমএইচ/এমজে