দুর্দান্ত সব অফার নিয়ে শুরু হলো শেল্টেক্ প্রপার্টি কার্নিভ্যাল ২০২৫
শেল্টেক্ (প্রা.) লিমিটেড নিয়ে এসেছে মাসব্যাপী বর্ণিল আয়োজন ‘শেলটেক প্রপার্টি কার্নিভ্যাল ২০২৫’, যেখানে রয়েছে স্পেশাল প্রাইস বেনিফিটস, এক্সক্লুসিভ প্রিভিলেজ এবং কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট। মাসব্যাপী এই কার্নিভ্যাল চলবে শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কার্নিভালে এলে ক্রেতারা উপভোগ করতে পারবে বছরের সেরা ডিল!
ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরার মতো প্রাইম লোকেশনে আছে শেল্টেক্-এর অভিনব সব ইউনিট। এছাড়াও চট্টগ্রামের খুলশী ও পাঁচলাইশ এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পেও রয়েছে শেল্টেক্ আধুনিক সব প্রজেক্ট। কার্নিভালে এসে ক্রেতারা উক্ত লোকেশনগুলোর ৪০০টিরও বেশি ইউনিট থেকে বেছে নিতে পারবে। এছাড়াও ভিজিটরেরা উপভোগ করতে পারবেন শীতের পিঠা, ঐতিহ্যবাহী নানা পদের খাবার ও মিষ্টির আয়োজন।
বিজ্ঞাপন
সোমবার কার্নিভালের উদ্বোধন করেন শেল্টেক্ গ্রুপের স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর অ্যান্ড মার্কেটিং অ্যাডভাইজর নওশাদ চৌধুরী, শেল্টেক্ (প্রা.) লিমিটেডের-এর নির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভুইঁয়া; চিফ অপারেটিং অফিসার শাহ্জাহান; চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন; হেড অব সেলস এ কে এম রফিউল ইসলাম এবং শেল্টেকে্র অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
প্রায় চার দশকের পথচলায় শেল্টেক্ আজ দেশের সবচেয়ে বিশ্বস্ত রিয়েল এস্টেট ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হয়েছে। ‘মোস্ট সাস্টেইনেবল রিয়েল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার’ হিসেবে পুরস্কৃত শেল্টেক্ সবসময়ই দায়িত্বশীলতা, মান ও কমিউনিটি–কেন্দ্রিক ভবন নির্মাণে অঙ্গীকারবদ্ধ। প্রতিটি প্রকল্প BNBC নির্দেশিকা অনুযায়ী নির্মিত এবং প্রতিষ্ঠানটি ISO 9001: 2015 সনদপ্রাপ্ত।
বিজ্ঞাপন