সিটি আইটি মেগা ফেয়ার শুরু হচ্ছে ৮ ডিসেম্বর
সময়ের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। সর্বশেষ বাজারে আসা নানা ধরনের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচিত করিয়ে দিতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’।
আগামী ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত মোট ছয় দিনব্যাপী এই মেলা রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম বৃহত্তম এই প্রযুক্তিপণ্যের মেলায় অংশ নেবে বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। মেলায় যেকোনো প্রযুক্তিপণ্য কিনলেই থাকছে আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কারের সুযোগ।
বিজ্ঞাপন
বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান জানান, এবারের মেলাজুড়ে থাকবে সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরাসহ নিত্যনতুন প্রযুক্তিপণ্যের সমাহার। ক্রেতা-দর্শনার্থীদের জন্য কেনাকাটায় ছাড়ের পাশাপাশি থাকবে নানা ধরনের আয়োজন। শিশু-কিশোরদের জন্য রয়েছে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
‘সিটি আইটি মেগা ফেয়ার’ এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা উপলক্ষে মার্কেটজুড়ে থাকবে বিশেষ অফার ও মূল্যছাড়। এবারের মেলায় স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্যাভিলিয়ন এবং অনেকগুলো পার্টিসিপেন্ট স্টল থাকবে।
বিজ্ঞাপন
মেলার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে– আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এম এস আই এবং টিপি-লিংক এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড। এছাড়াও চুউই ল্যাপটপ, প্যান্টাম, ডেল, ওয়ালটন কম্পিউটার, ডিপকুল, এসার, বি-ট্র্যাক, টি অ্যান্ড ভি, কিউডি, রাপু, ভেনশন এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোও মেলায় অংশগ্রহণ করছে। মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে গিগাবাইট।
প্রতিবছরের মতো এবারও মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা সহ সঠিক পণ্যের নিশ্চয়তাসহ নিশ্চিত ওয়ারেন্টি।
এছাড়াও দর্শনার্থীদের জন্য থাকছে প্রতিদিন কনসার্ট ও র্যাফেল ড্র এর আয়োজন।
বিআরইউ