ইউনাইটেড আইগ্যাজ এলপিজির সফল ‘বিজনেস পার্টনার মিট ২০২৫’ অনুষ্ঠিত
‘Together We Grow, Be The Number 1’ এই প্রতিপাদ্য নিয়ে আইগ্যাজ এলপিজি লিমিটেডের বার্ষিক ‘বিজনেস পার্টনার মিট ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি কক্সবাজারের পাঁচ তারকা ‘বেওয়াচ’ হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন— ইউনাইটেড আইগ্যাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হারুন অর্টাচ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ওসমান চেলিক, পরিচালক ব্যবসা ও কৌশল রায়ীসা জামিল, এবং মহাব্যবস্থাপক ও বিক্রয় প্রধান শওকাত ওসমান জামিলসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সিনিয়র কর্মকর্তা ও পরিবেশকরা।
তার বক্তব্যে সিইও হারুন অর্টাচ বলেন, ইউনাইটেড আইগ্যাজ সর্বদা একটি নির্ভরযোগ্য দেশব্যাপী সরবরাহ চেইন এবং শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এলপিজি সরবরাহ চেইনে আমরা কখনও কোনো ঘাটতির সম্মুখীন হইনি এবং আমরা আত্মবিশ্বাসী যে ভবিষ্যতে এই স্থিতিশীলতা অব্যাহত থাকবে। কোম্পানির বৃদ্ধির লক্ষ্যমাত্রার দিকে তাকিয়ে তিনি পরিবেশকদের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে নম্বর ১ এলপিজি ব্র্যান্ড হওয়ার সম্মিলিত আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
তিন দিনের এই কর্মসূচিতে সব পরিবেশকের জন্য বিমান ভ্রমণের ব্যবস্থা এবং বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল, যা অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে। বিভিন্ন বিভাগে মোট ৪৩ জন পরিবেশককে তাদের ব্যতিক্রমী কর্মক্ষমতা ও অবদানের জন্য সম্মানিত করা হয়। এছাড়া ‘উইমেন এলপিজি এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড ২০২৫’ বিভাগে দুজন নারী উদ্যোক্তাকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।
কোম্পানির লক্ষ্য অর্জনে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড আইগ্যাজ বিক্রয় দলের সদস্যদেরও ‘বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।
স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের পাশাপাশি একটি বিশেষ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীরা এক্সক্লুসিভ উপহার পান, যা অনুষ্ঠানে আনন্দ ও উত্তেজনা যোগ করে। সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী কনার মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি প্রাণশক্তি ও উদ্দীপনা এনে দেয়।
এবারের বিজনেস পার্টনার মিটের সাফল্য ইউনাইটেড আইগ্যাজ এলপিজি লিমিটেড এবং এর পরিবেশকদের মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করেছে, যা সম্মিলিত অগ্রগতি ও ভবিষ্যতের বৃদ্ধির প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে অনুপ্রাণিত করে।
এমএন