সপ্তাহের শেষদিনে অধিংকাংশ শেয়ারের দরবৃদ্ধিতেও লেনদেনে ভাটা
দেশের প্রধান পঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে। তবে ঢাকার এই পুঁজিবাজারে আজ লেনদেন কিছুটা কমেছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো সূচক বেড়েছে। এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণও বেড়েছে।
বিজ্ঞাপন
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬২টি কোম্পানির, বিপরীতে ৬৪ কোম্পানির দর কমেছে। আর ৬৬টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দরবৃদ্ধি হওয়া শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৪৪টি, ‘বি’ ক্যাটাগরির ৭০টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৮টি সিকিউরিটিজ রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজে দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৪ পয়েন্টে উঠেছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্ট এবং ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
আজ ডিএসইতে ৪৬৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ৯০ লাখ টাকা। সে হিসেবে দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৭০ কোটি ১৭ লাখ টাকা।
অন্য পুঁজিবাজার সিএসইর লেনদেনে আজ ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।
অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৫১ পয়েন্টে উঠেছে।
সিএসইতে আজ ১৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ৯ কোটি ৯১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল। দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন ৩ কোটি ৬০ লাখ টাকা বেড়েছে।
এমএমএইচ/এসএম