জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানের দপ্তরের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করছে।

এমন বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। এরইমধ্যে এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিবৃতিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, প্রতারকরা এনবিআর চেয়ারম্যান দপ্তরের ব্যক্তিগত সহকারী মো. কাউসারের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করছে। তবে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে মো. কাউসারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। বিষয়টি জানাজানি হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। গত ২৪ ডিসেম্বর শের-ই-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ২০৩০।

প্রতারক চক্রটি সম্পূর্ণ ভুয়া পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ধরনের কল বা দাবি পেলে কেউ যেন বিভ্রান্ত না হন। দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে হয়েছে বিবৃতিতে।

আরএম/জেডএস