রাজস্ব ফাঁকি এবং বিপুল পরিমাণ চোরাই তামা বিক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কুষ্টিয়ায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ ডিসেম্বর) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন।

আজ (সোমবার) বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, বিআরবি কেবল কারখানা, কুষ্টিয়ায় রাজস্ব ফাঁকি এবং বিপুল পরিমাণ চোরাই তামা বিক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ২০২১ সালে থেকে ২০২৫ সাল পর্যন্ত তামা ক্রয়সংক্রান্ত হিসাবের নথি, যে সব প্রতিষ্ঠান থেকে তামা আমদানি করা হয়েছে। সেগুলোর তথ্য, বর্তমানে গোডাউনে মজুদকৃত তামার পরিমাণ এবং উক্ত প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত নথিসহ বিভিন্ন তথ্যাদি চাওয়া হয়। অভিযানকালে প্রাথমিকভাবে প্রাপ্ত নথিগুলো পর্যালোচনা করে দুদক টিম। অবশিষ্ট তথ্য পূর্ণাঙ্গরূপে পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

আরএম/এমএন