লন্ডন স্টক এক্সচেঞ্জে স্থগিত হচ্ছে বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন
নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) শেয়ার লেনদেন স্থগিত হতে যাচ্ছে বাংলাদেশি বৃহৎ ওষুধ উৎপাদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। আগামী শুক্রবার (২ জানুয়ারি) থেকে লন্ডনের স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
সম্প্রতি লন্ডন এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। এতে কোম্পানির শেয়ার লেনদেনের জন্য প্রাপ্ত গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।
বিজ্ঞাপন
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত আর্থিক প্রতিবেদন এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এই বিলম্বের কারণ হিসেবে কোম্পানিটি আরও জানায়, তাদের পরিচালনা পর্ষদে ৯ জন অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। ফলে পরিচালনা পর্ষদ চূড়ান্ত না হওয়ায় আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা সম্ভব হচ্ছে না।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসইসি বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের উদ্যোগ নেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানিটি উচ্চ আদালতে রিট করলে বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। বর্তমানে আদালতের অবকাশ ও বেঞ্চ পুনর্গঠনের কারণে মামলাটি শুরু থেকে নতুন করে শুনানির প্রয়োজন হবে, ফলে ২০২৬ সালের জানুয়ারির আগে কোনো রায় পাওয়া যাবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পরিচালনা পর্ষদে আর্থিক প্রতিবেদন অনুমোদন না হওয়ায় তা প্রকাশ করাও সম্ভব হচ্ছে না।
এদিকে, লন্ডন স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত হলেও দেশের উভয় পুঁজিবাজার– ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর শেয়ার লেনদেন স্বাভাবিকভাবেই চলমান থাকবে। একইসঙ্গে লেনদেন স্থগিত থাকা সময়েও লন্ডন স্টক এক্সচেঞ্জের এআইএম বিধি অনুসারে প্রয়োজনীয় সব তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
এমএমএইচ/এসএসএইচ