ছুটি রিসোর্টে সেইফওয়ে গ্রুপের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গাজীপুর জেলার ছুটি রিসোর্টে সেইফওয়ে গ্রুপের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেইফওয়ে গ্রুপের চেয়ারম্যান মোসা. পারুল বেগম, ম্যানেজিং ডিরেক্টর মো. ফারুক খান, ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট ফিরোজ আহমেদ, ডিরেক্টর অপারেশন মো. সামছুদ্দিনসহ কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ফারুক খান বলেন, আমরা এখন এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যেখানে পরিবেশ রক্ষা করা এবং শিল্পায়ন—দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমাদের গ্রিন প্রজেক্ট ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি সাপ্লাই উদ্যোগটি শুধুমাত্র ব্যবসার প্রসারের জন্য নয়, বরং দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার একটি বড় মাধ্যম।
অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
মূল আনুষ্ঠানিকতা শেষে ব্যাডমিন্টন এবং ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন