ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড আয়োজিত ‘আঁকো বাবার শখের দোকান’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সন্তানের চোখে বাবার দোকান কেমন! ‘আঁকো বাবার শখের দোকান’ শীর্ষক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড। যেখানে তাদের ব্যাবসায়িক রিটেইলারদের সন্তানরা এঁকেছিল তাদের বাবার দোকানটি। রঙ তুলির আঁচড়ে প্রাণবন্ত উপস্থাপন ছিল চোখে পড়ার মতো।

সারাদেশ থেকে এলপিজি রিটেইলারদের সন্তানরা পাঠিয়েছিল তাদের চিত্রকর্ম এবং সেখান থেকে ২ দফা পরীক্ষণের মাধ্যমে ১২ জনের চিত্রকর্ম সিলেকশন হয় এবং এই চিত্রকর্ম আইগ্যাস ইউনাটেড এর ২০২৬ সালের ক্যালেন্ডারে ব্যবহার করা হয়।

বাবা-মা সহ ১২ জন বিজয়ীকে ইউনাইটেড গ্রুপের হেড অফিস প্রাঙ্গণে আমন্ত্রণ জানানো হয় পুরষ্কার গ্রহণের জন্য। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওর্তাজ, সিএফও ওসমান চেলিক এবং জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব সেলস শওকত ওসমান জামিল।

বিশেষ অতিথি হিসেবে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র চেয়ারম্যান প্রফেসর মুস্তাফিজুল হক উপস্থিত ছিলেন।

শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি এবং রিটেইলার দের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক সৃষ্টিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এসএম