বাজারে এলো ৩-লেয়ার ইনসুলেটেড আকিজ বশির কেবলস
দেশের শিল্প খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে পদার্পণ করল। গত ৮ জানুয়ারি ২০২৬, ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘আকিজ বশির কেবলস্’ ব্র্যান্ডটির শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তির ৩-লেয়ার ইনসুলেটেড কেবল বাজারে এনেছে আকিজ বশির কেবলস্। শতভাগ খাঁটি তামা (Pure Copper) দিয়ে তৈরি এই কেবল সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম। এই উদ্ভাবন আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে বৈদ্যুতিক নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
‘Confidence Within’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটি প্রথম দিন থেকেই দেশের ৩২টি নিজস্ব সেলস সেন্টার এবং ডিলার নেটওয়ার্কের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। ফলে দেশজুড়েই ক্রেতারা এই উচ্চমানের কেবল সহজেই সংগ্রহ করতে পারবেন।
আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ এবং কেবলস্ অপারেশনসের হেড অব বিজনেস মোহাম্মদ ওমর ফারুকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আকিজ বশির গ্রুপের বিশ্বাসযোগ্যতা ও আধুনিক উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা বাজারে সেরা মানের বৈদ্যুতিক তার ও পাওয়ার কেবল নিশ্চিত করছি। আমাদের লক্ষ্য— খুব দ্রুতই আকিজ বশির কেবলস্ দেশের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এই উদ্যোগের মাধ্যমে আকিজ বশির গ্রুপ দেশের অবকাঠামো উন্নয়নে এবং ঘরে ঘরে নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে তাদের অঙ্গীকার আরও সুদৃঢ় করল।
এমএন