পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের নীতিমালা লঙ্ঘন করায় বেসরকারি এক্সিম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংককে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই অপরাধে আরও চার ব্যাংককে সতর্ক করেছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ সংস্থা। ব্যাংকগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও অগ্রণী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারাবাহিক দরপতন ঠেকাতে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি দেশের পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ এ তহবিলের অর্থ বিনিয়োগের সুনির্দিষ্ট নীতিমালাও জারি করা হয়। কিন্তু কিছু ব্যাংক ওই নীতিমালা লঙ্ঘন করে বিনিয়োগ করছে— এমন তথ্যের পরিপ্রেক্ষিতে তদন্ত করে দুই ব্যাংককে জরিমানা ও চারটিকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক।

প্রিমিয়ার ও এক্সিম ব্যাংক নীতিমালা লঙ্ঘন করে শেয়ার কেনে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের তদারকি কার্যক্রম শুরু হলে সঙ্গে সঙ্গে তা বিক্রি করে দেয়। এ কারণে প্রাথমিকভাবে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর চার ব্যাংককে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘন করে এ তহবিল থেকে বিনিয়োগ করলে ‘বিশেষ তহবিল’ বাতিল করা হবে

জানা গেছে, প্রিমিয়ার ও এক্সিম ব্যাংক নীতিমালা লঙ্ঘন করে শেয়ার কেনে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের তদারকি কার্যক্রম শুরু হলে সঙ্গে সঙ্গে তা বিক্রি করে দেয়। এ কারণে প্রাথমিকভাবে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর চার ব্যাংককে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘন করে এ তহবিল থেকে বিনিয়োগ করলে ‘বিশেষ তহবিল’ বাতিল করা হবে।

রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংক / ফাইল ছবি 

এর আগে ব্যাংক কোম্পানি আইনের সীমা লঙ্ঘন করে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারে বিনিয়োগ করায় ব্যাংক কোম্পানি আইনের ২৬ ক (৩) ধারার আওতায় এনআরবি ব্যাংককে ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংয়ের ৫ শতাংশের বেশি অন্য কোম্পানির শেয়ার ধারণ করতে পারবে না, যার হিসাব হবে বাজারমূল্যে। অথচ জুন শেষে এনআরবি ব্যাংকের হাতে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার ছিল ৯ দশমিক ৮ শতাংশ।

এছাড়া কোম্পানি আইনের সীমা লঙ্ঘন করে বিনিয়োগ করায় এনআরবি কমার্শিয়াল ব্যাংককেও ২৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পুঁজিবাজারে কোনো ব্যাংকের বিনিয়োগ ওই ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংয়ের ২৫ শতাংশের বেশি হতে পারবে না। গত জুলাই মাসে একক ভিত্তিতে এনআরবিসি ব্যাংকের বিনিয়োগ ছিল ২৭ দশমিক ৩৩ শতাংশ।

এসআই/এমএআর/